ভারতে আইএস রিক্রুটার মার্কিন দ্রোণ হানায় হত

0

খবর অনলাইন: ভারতে ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস-এর রিক্রুটার মহম্মদ সফি আরমার সিরিয়ায় মার্কিন দ্রোণ হানায় নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নয়াদিল্লির গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, ঘটনাটি কয়েক দিন আগে ঘটেছে। তাঁরা রবিবার রাতে মার্কিন গোয়েন্দা সূত্রে এই খবর পেয়েছেন। ভারতের গোয়েন্দা সূত্রটি বলেন, “আমরা আমাদের লোক দিয়ে খবরের সত্যাসত্য যাচাই করছি। তবে প্রাথমিক খবরে যা জানা গিয়েছে তাতে বলা যায় তার মৃত্যুর খবর সম্ভবত সঠিক।”

কর্ণাটকের ভাটকলের সফি আরমার অতি সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসে যখন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ইন্টেলিজেন্স ব্যুরো দেশ জুড়ে অভিযান চালিয়ে আইএস-এর সঙ্গে যুক্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৬ জনই কর্ণাটকের। জানা যায়, ধৃত ১৪ জনের সঙ্গেই আরমারের যোগাযোগ ছিল, যে আইএস-এরই একটা ফ্যাঁকড়া আনসার-উল-তাওহিদ-এর প্রধান ছিলেন। আগে ওই জঙ্গি গোষ্ঠীর প্রধান ছিল আরমারের ভাই সুলতান আরমার। ২০১৫-এর মার্চে সিরিয়ার কোবানেতে এ রকমই এক দ্রোণ আক্রমণে নিহত হয় সুলতান। গত দু’ বছর সফি ভারতে আইএস-এর চিফ অনলাইন রিক্রুটার হিসেবে কাজ করছিল। গত বছরের এপ্রিলে রতলামে এবং গত জানুয়ারিতে নয়াদিল্লি ও রৌরকেলায় ধৃতরা সকলেই আরমারের মাধ্যমে আইএস-এ যোগ দেয়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.