পাকিস্তানের সাংবাদিক ও মানবাধিকার কর্মী খুররাম জাকি দুষ্কৃতীদের গুলিতে নিহত

0

খবর অনলাইন: শনিবার রাতে তিন বন্ধুর সঙ্গে করাচির একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন পাকিস্তানের সাংবাদিক ও মানবাধিকার কর্মী খুররাম জাকি। দুটি মোটরসাইকেল করে চার জন দুষ্কৃতী সেই রেস্টুরেন্টে হঠাৎ-ই চড়াও হয়। তিন জনকে লক্ষ্য করে গুলি করে আবার মোটরসাইকেল করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনাস্থলেই মারা যান জাকি। তাঁর দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

খুররাম জাকি ‘লেট আস বিল্ড পাকিস্তান’ বা এলইউবিপি নামে একটি রাজনৈতিক ব্লগিং ওয়েবসাইটের সম্পাদক ছিলেন।

জাকির ফেসবুক পেইজ, এলইউবিপির ওয়েবসাইটকে উদ্ধৃত করে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মিরর ডট কমেও তাঁর নিহত হবার খবরটি প্রকাশ পেয়েছে।

এলইউবিপি ওয়েবসাইট ও ফেসবুক পেজে উদ্দেশ্য হিসাবে লেখা আছে, সাইটটি ‘উদার ধর্মীয় মতামত প্রচার করে এবং যে কোনও ধরনের উগ্রপন্থার বিরোধী’।

সূত্র: বিবিসি, বাংলা

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন