দেশের ৪৪তম প্রধান বিচারপতি হলেন জগদীশ সিং খেহর। তিনি বিদায়ী প্রধান বিচারপতি তিরথ সিং ঠাকুরের স্থলাভিষিক্ত হলেন। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনাড়ম্বর অনুস্থানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই প্রথম শিখ সম্প্রদায়ের এক জন দেশের প্রধান বিচারপতি হলেন। বিচারপতি ঠাকুর মঙ্গলবার অবসর গ্রহণ করেন। গত মাসেই তিনি তাঁর উত্তরাধিকারী হিসাবে সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি খেহরের নাম সুপারিশ করেন। ৬৪ বছরের খেহর ২০১৩-এর ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যোগ দেন। তিনি প্রধান বিচারপতি পদে মাস আটেক থাকবেন। এ বছরের ২৭ আগস্ট তাঁর অবসর নেওয়ার কথা।
♦ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন জগদীশ সিং খেহর
0