খবর অনলাইন: গুরুতর অভিযোগ করেছেন কানহাইয়া কুমার। আজ রবিবার সকালে বিমানে তাঁকে এক ব্যক্তি শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। কানহাইয়া নিজেই টুইট করে এই অভিযোগ করেছেন।
জেএনইউ-এর ছাত্রনেতা আজ সকালে এক অনুষ্ঠানে যোগ দিতে জেট এয়ারওয়েজের বিমানে মুম্বই থেকে পুনে যাচ্ছিলেন। কানহাইয়ার অভিযোগ, সেই বিমানেই তাঁকে এক ব্যক্তি আক্রমণ করেন। তাঁকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন তিনি। কিন্তু বিমান কর্তৃপক্ষ সেই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চায়নি। কানহাইয়া টুইটে বলেছেন, “কেউ আক্রমণ করছে আর কেউ আক্রান্ত হচ্ছেন, জেট এয়ারওয়েজ এই দুইয়ের মধ্যে কোনও পার্থক্য দেখে না। আপনি যদি অভিযোগ করেন, তো আপনাকেই বিমান থেকে নামিয়ে দেবে।” জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ দু’ জনকেই মুম্বই বিমানবন্দরে নামিয়ে দেয়।
কানহাইয়া আক্রমণকারীর নামও জানিয়ে দিয়েছেন। তিনি বিজেপি সমর্থক, টিসিএস-এ কাজ করেন, নাম মানস ডেকা।
পিটিআই জানিয়েছে, কানহাইয়া কুমারকে আক্রমণের চেষ্টা করার অভিযোগে মুম্বই পুলিশ এক ব্যক্তিকে বিমানবন্দরে আটক করেছে। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।