খবর অনলাইন: ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে যখন তার বাবা মারা যায়, তখন তার বয়স মাত্র দু’ বছর। যুদ্ধ বস্তুটি যে কী সেটা বুঝে ওঠার ক্ষমতা হয়নি। তারপর কেটে গিয়েছে ১৯টা বছর। এই ১৯টা বছরে বারবার সে বাবাকে খুঁজেছে। খুঁজেছে বাবার হ্ত্যাকারীকে। ৬ বছর বয়সে এক মহিলাকে সে বাবার হত্যাকারী ভেবে ছুরিও মারতে যায়। মা তাকে বোঝায় কোনও ব্যক্তি নয় যুদ্ধই মেরেছে তার বাবাকে। তার পর থেকে যুদ্ধকে বন্ধ করাই তার অঙ্গীকার। সেই লক্ষ্যে বাবার মতোই যোদ্ধা হতে চায় সে।
জলন্ধরের বাসিন্দা ১৯ বছর বয়সি গুরমেহর কৌর। বাবা মানদীপ সিং কার্গিল যুদ্ধ মারা যান।
গুরমেহর বুঝতে পেরেছে যুদ্ধ কেন হয়। এই যুদ্ধের জন্য দায়ি আসলে কারা। তাই, ভারত-পাকিস্তান দু’দেশের রাষ্ট্রনেতা কাছে আবেদন জানিয়ে ফেসবুকে সে একটি নির্বাক ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি রইল আপনাদের জন্য ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।