উজ্জয়িনীতে পূর্ণকুম্ভের মিছিলে নেতৃত্ব দেবেন কাজীসাহেব

0

খবর অনলাইন :  একমাসব্যাপী সিংহস্থ পূর্ণকুম্ভের পেশোয়াই-এর (সূচনা মিছিল) নেতৃত্ব দেবেন উজ্জয়িনীর কাজী খলিল-উর-রহমান। উজ্জয়িনী পূর্ণকুম্ভ শুরু হচ্ছে ২২ এপ্রিল। সে দিনই প্রথম শাহি স্নান। স্নানের আগেই বেরোবে পেশোয়াই। অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান নরেন্দ্র গিরি এই খবর দিয়ে বলেছেন, “শহরের কাজীকে এই প্রথম আমরা আনুষ্ঠানিক ভাবে নিমন্ত্রণ জানালাম। এর উদ্দেশ্য হল দুটি সম্প্রদায়ের মধ্যে সংহতি ও প্রীতির সম্পর্ক তৈরি করা। দেশে এমন একটা সময় যাচ্ছে যখন কিছু লোক সাম্প্রদায়িক ও বিচ্ছিনতাবাদী কর্মসূচি নিয়ে চলছে। এমন নীতি অনুসরণ করছে যাতে দুর্বলের ক্ষতি করে সামান্য কিছু শক্তিশালী লোকের সুবিধা হয়। এই অবস্থায় আমি ও অন্যান্য আখাড়ার প্রধানরা স্থির করি ব্যক্তিগত ভাবে কাজীসাহেবের কাছে যাব এবং তাঁকে মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করব। আসলে সিংহস্থ কুম্ভ থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমরা সকলের কাছে একটা কড়া সংকেত পৌঁছে দিতে চাই।” নরেন্দ্র গিরির নেতৃত্বে বিভিন্ন আখাড়ার প্রধানরা কাজীসাহেবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে মিছিলে নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণে কাজীসাহেব ‘অভিভূত’। তিনি বলেন, “যখন কিছু লোক আমাদের দেশে বিচ্ছিনতাবাদী কাজকর্ম চালাচ্ছে তখন এই প্রস্তাব আমার কাছে এসেছে। এটা আমার কাছে গভীর মূল্যবান বিষয়।”

উল্লেখ্য, উজ্জয়িনীতে সিংহস্থ পূর্ণকুম্ভ চলবে ২১ মে পর্যন্ত। স্নানের দিন এপ্রিলের ২২ তারিখ এবং মে মাসের ৩, ৬, ৯, ১১, ১৫, ১৭, ১৯, ২০ এবং ২১ তারিখ। এর মধ্যে শাহি স্নান তিনটি – ২২ এপ্রিল, ৯ মে এবং ২১ মে। একমাসব্যাপী এই পূর্ণকুম্ভ মেলায় ৫ কোটিরও বেশি পুণ্যার্থী শিপ্রায় স্নান করবেন বলে আশা করা যায়।


dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন