কলকাতা: টিকিট কাটা বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য মেট্রো রেল একটি নতুন অ্যাপ চালু করতে চলেছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান মাথায় রেখে টিকিট কাটার ব্যবস্থাকে ডিজিটাল করতে চলেছে কলকাতা মেট্রো রেল। মেট্রোতে টিকিট কাটতে গিয়ে বা কার্ড রিচার্জ করাতে গিয়ে সময় নষ্ট হয়, এই অভিযোগ মেট্রো রেলের কাছে বার বার আসে। মেট্রো রেলে যাতায়াত যাতে আরও কম সময়ে করা যায় তার জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, স্মার্ট ফোনে এই রিচার্জ অ্যাপটি ডাউনলোড করা যাবে। সেখানে গিয়ে নিজের মোবাইল নং দিয়ে রেজিস্টার করতে হবে। তার পর রিচার্জ অপশনে গিয়ে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। এর জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। সেই ওটিপি দেওয়ার পর রিচার্জ হয়ে যাবে আপনার স্মার্ট কার্ড।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।