খবর অনলাইন: কথা রাখল গরম। পূর্বাভাস মতো সোমবারই হওয়ার কথা ছিল এই মরসুমে এখনও পর্যন্ত সব থেকে উষ্ণ দিন, সেই পূর্বাভাস একদম মিলিয়ে দিয়েছে। আজ কলকাতার পারদ গত দশ বছরে এপ্রিলের সর্বাধিক গরমের রেকর্ড ভেঙে দিয়েছে। আজ আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি। এ দিন সকাল সাড়ে ন’টার পর থেকেই রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে যায়। সকালের আপাত ঠান্ডা দখিনা বাতাসের বদলে ক্রমে জায়গা করে নিতে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে বয়ে আসা গরম হাওয়া। বেলা যত বাড়তে থাকে ততই চড়তে থাকতে তাপমাত্রা। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় জ্বালা-ধরানি গরম মালুম হয়, যা কলকাতার কাছে অপরিচিত। কলকাতাতেই যখন এই অবস্থা, তখন জেলার, বিশেষ করে পশ্চিমের চার জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরে কী অবস্থা সহজেই অনুমেয়। আগামী শুক্রবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকার আশঙ্কা করা হচ্ছে, তবে সর্বোচ্চ তাপমাত্রা হয়তো আজকের থেকে আর বাড়বে না।
আজ, সোমবার, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দহনের হিসেব:
আসানসোল – ৪৩.৬ (+৬); বর্ধমান – ৪৩.০ (+৬); বাঁকুড়া – ৪৫.২ (+৭); বোলপুর – ৪৩.৬ (+৬); ডায়মন্ড হারবার – ৪১.৬ (+৯); দিঘা – ৩৬.২ (+৪); মেদিনীপুর – ৪২.৪ (+৫)
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।