খবর অনলাইন: মাসব্যাপী সিংহস্থ কুম্ভ শুরু হল আজ। আজই প্রথম শাহি স্নানের দিন। ভোরবেলায় উজ্জয়িনীর শিপ্রায় অবগাহন করলেন জুনা আখাড়ার সন্ন্যাসীরা। এর পর একে একে ১২টি আখাড়ার সন্ন্যাসীরা স্নান সারেন শিপ্রায়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বরের আবাসস্থল এই উজ্জয়িনীতে বারো বছর পর বসেছে পূর্ণকুম্ভ মেলা। চলবে এক মাস ধরে। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে দলে দলে মানুষ ভিড় জমাচ্ছেন উজ্জয়িনীতে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ স্নান সারেন গৌঘাটে।
“মেলায় ৫ কোটি লোকের সমাগম হবে বলে আমাদের আশা। এর জন্য নিরাপত্তা-সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে পুলিশ এনে উজ্জয়িনীতে মোতায়েন করা হয়েছে।” কুম্ভমেলার প্রাক্কালে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশ পুলিশের উজ্জয়িনী রেঞ্জের আইজিপি মধু কুমার জানান, শাহি স্নানের দিনগুলোতে শিপ্রার বিভিন্ন ঘাটে ২৫ হাজার নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।