বেঙ্গালুরু: ফের হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১৩৯ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ হল তারা। শুক্রবার প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৩৮ করে পঞ্জাব। ১৭ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অক্ষর পটেল। ঋদ্ধিমান করেন ২১। জবাবে মাত্র ১১৯-এই অল আউট হয়ে যায় আরসিবি। রান পাননি গেল, কোহলি এবং এবি ডেভিলিয়ার্স। সর্বোচ্চ ৪৬ করেন মনদীপ সিংহ। এই জয়ের ফলে ১০ পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে উঠে এল পঞ্জাব। সব থেকে বড়ো কথা বাকি দলের থেকে একটা ম্যাচ কম খেলেছে পঞ্জাব।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।