খবর অনলাইন: কাল, বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ দফা। পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের ২৫টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। তবে শেষ দফার আগে ভোটের বাতাস বেশ উত্তপ্ত করে দিয়েছে বিরোধী শিবির। চাঞ্চল্যকর অভিযোগ এনেছে শাসক শিবিরের বিরুদ্ধে। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেছেন, কোচবিহারে ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রী চালসার এক রিসর্টে বসে জেলার পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তাঁর দ্বিতীয় অভিযোগ, গত ১ মে মধ্যরাতে পাঁশকুড়া বনমালী কলেজে জেলার সাত জন ওসি-কে নিয়ে মিটিং করেছেন পূর্ব মেদিনীপুরের এক সাংসদ। সেই সাংসদ এ বার বিধানসভা ভোটেও লড়ছেন। সূর্যবাবুর অভিযোগের তির যে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দিকে তা তাঁর অভিযোগ থেকেই স্পষ্ট। শুধু সাংবাদিক বৈঠকে অভিযোগ তুলেই ক্ষান্ত থাকেননি তিনি, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারী অবশ্য এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “ওঁর মাথা খারাপ হয়েছে। ডাক্তার দেখান। এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।” ঘটনার সত্যতা স্বীকার করেননি সংশ্লিষ্ট সাত থানার ওসি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।