খবর অনলাইন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা নিয়ে জল অনেক দূর গড়াল। তৃণমূল নেত্রীর হয়ে নির্বাচন কমিশনকে শোকজের জবাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সেই জবাব প্রত্যাখ্যান করেছে কমিশন। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতাকে নয়, শোকজ করা হয়েছিল রাজনৈতিক নেত্রী মমতাকে। সুতরাং সেই শোকজের জবাব পশ্চিমবঙ্গের মুখ্যসচিব দিতে পারেন না। জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই।
মমতার হয়ে মুখ্যসচিব শোকজের উত্তর পাঠানোর পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়। সেই বিতর্কে ইতি টেনে কমিশন কড়া বার্তাও দিল রাজ্য প্রশাসনকে। কমিশনের মুখ্যসচিব আর কে শ্রীবাস্তব সোমবার রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেন, মমতার হয়ে তিনি যে জবাব পাঠিয়েছেন, তা কমিশন গ্রহণ করছে না। এই জবাব বৈধ নয়। যাঁকে শোকজ করা হয়েছে তাঁকেই জবাব দিতে হয়। তাই এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।