হায়দরাবাদ: তাল কাটল সানরাইজার্স হায়দরাবাদের বিজয়রথে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে চার উইকেটে হেরে গেল তারা। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আট উইকেটে ১৫৮-এর বেশি তুলতে পারেনি হায়দরাবাদ। ৪৯ করেন শিখর ধওয়ান। ডেভিড ওয়ার্নার করেন ৪৮। জবাবে ব্যাট করে বাকি আট বল বাকি থাকতেই জয়ের টার্গেটে পৌঁছে যায় মুম্বই।
♦ মুম্বইয়ে তাল কাটল হায়দরাবাদের বিজয়রথে
0