তিন-তালাকের বিরুদ্ধে স্বাক্ষর করলেন ৫০,০০০ মুসলিম মহিলা

0

খবর অনলাইন: এবার তিন-তালাকের বিরুদ্ধে অনলাইন পিটিশনে স্বাক্ষর করলেন পঞ্চাশ হাজারেরও বেশি মুসলিম মহিলা। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন (বিএমএমএ)এই তিন-তালাক পদ্ধতির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করে একটি অনলাইন পিটিশনে সই সংগ্রহ অভিযানের ডাক দিয়েছে।

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জাকিরা সোমা জানিয়েছেন, এই তিন-তালাক ব্যবস্থা অবসান চেয়ে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা দাবি তুলেছে। সংস্থার পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনকেও তাদের পাশে থাকার আবেদন জানান হয়েছে।

জাকিরার মতে ৯২ শতাংশ মহিলারা চান মুখে মুখে বিবাহ-বিচ্ছ্বেদের এই প্রথা বন্ধ হোক। কারণ এর ফলে অধিকাংশ মহিলা এবং তাদের সন্তানদের জীবন নষ্ট হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলানাডু, তেলেঙ্গানা, ওডিশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কেরালা এবং উত্তরপ্রদেশে এই স্বাক্ষর অভিযান চলছে।

সম্প্রতি ‘তিন-তালাক’ বিধির শিকার এক মহিলা এই পদ্ধতি বন্ধের আবেদন করে শীর্ষ আদালতে মামলা করেছেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন