মুম্বই: বিতর্কিত ইসলামি ধর্মীয় গুরু জাকির নায়েকের বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারি করল এখানকার বিশেষ এনআইএ আদালত। গত বছরেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনে জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে। তিন বার সমন পাঠিয়েও জাকিরকে হাজির করা যায়নি বলে বিশেষ আদালতে জানায় এনআইএ। এজেন্সি বলে, তাঁকে ভারতে নিয়ে আসার জন্য ইন্টারপোলের সাহায্য নিতে হবে। তখনই বিশেষ বিচারক ভি ভি পাটিল জামিন-অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দেন।