বিজয় মাল্যের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা

0

খবর অনলাইন: ৯০০ কোটি টাকা অবৈধ ভাবে খরচ করার মামলায় অভিযুক্ত মদ-ব্যবসায়ীপ্রবর বিজয় মাল্যের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের বিশেষ আদালত।

এনফোর্সমেন্ট ডায়রেক্টোরেট (ইডি) জানুয়ারি মাসে এই টাকা মামলা দায়ের করে। তাদের অভিযোগ, ২০০৯-২০১০ সালে আইডিবিআই ব্যাঙ্ক থেকে ৯০০ কোটি টাকা নিয়ে মাল্য তা ব্যক্তিগত কাজে লাগান। ওই টাকা দিয়ে তিনি বিদেশে সম্পত্তি কেনেন।

আদালতে ইডি-র তরফে জানানো হয়, ওই ফৌজদারি মামলায় দ্বিতীয় অভিযুক্ত বিজয় মাল্যকে তিন বার সমন পাঠানো হয়েছে। কিন্তু তিনি এজেন্সির সামনে হাজির হননি। বোঝাই যাচ্ছে তিনি আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অবস্থায় মাল্যের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য মুম্বইয়ের বিশেষ আদালতে আর্জি পেশ করা হয় ইডি-র তরফে। আদালত সেই আর্জি মঞ্জুর করে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন