খবর অনলাইন: দেড় মাসের অপেক্ষার অবসান। অবশেষে বৃষ্টির মুখ দেখল শহর কলকাতা। কয়েক দিন ধরেই বৃষ্টির পরিস্থিতি অনুকূল ছিল। রাজ্যের পশ্চিমাঞ্চলে বজ্রগর্ভ মেঘের সঞ্চারও হচ্ছিল, কিন্তু কলকাতায় আসার আগেই জেলার ওপরেই সেই মেঘ ভেঙে যাচ্ছিল। এর ফলে বাঁকুড়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বৃষ্টি পেলেও ব্রাত্য থেকে যাচ্ছিল কলকাতা ও তার সন্নিহিত জেলাগুলো। তবে আজ সন্ধের পর থেকেই কালবৈশাখীর পরিস্থিতি অনুকূল হতে শুরু করে শহরের ওপর। রাত ৮টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতর ঝড়ের সতর্কতা জারি করে। প্রথমে সেই সতর্কতা বাঁকুড়া, বর্ধমান, হাওড়া আর দুই মেদিনীপুরের জন্য থাকলেও রাত পৌনে দশটা নাগাদ আরেকটি সতর্কতায় জানানো হয় হুগলি, দুই ২৪ পরগণা আর কলকাতার ওপরও আছড়ে পড়বে ঝড়। সেই সতর্কতাকে সত্যি করে রাত সওয়া দশটা নাগাদ কালবৈশাখীর মুখ দেখল শহর, সঙ্গে নামল বৃষ্টি। বৃষ্টি, সঙ্গে ঠান্ডা হাওয়া, এই মুহূর্তে আনন্দে আত্মহারা শহরবাসী।
পূর্ব উত্তরপ্রদেশ আর অসমে দু’টো ঘূর্ণাবর্ত রয়েছে। এই দু’টি ঘূর্ণাবর্তকে জুড়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যেটি বিস্তৃত হয়েছে বিহার, ঝাড়খণ্ড আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এর প্রভাবে আগামী কালও ভালো ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য, মে মাসের শুরু থেকেই বৃষ্টির স্বাদ পেয়েছে এপ্রিলে তীব্র গরমে কাহিল বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভুবনেশ্বরও। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ অংশই ভালো বৃষ্টি পাবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।