খবর অনলাইন : ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলের দর বেড়েছে লিটারপ্রতি ২ টাকা ১৯ পয়সা। ডিজেলের দর বেডেছে লিটারে ৯৫ পয়সা। রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি সোমবার সন্ধ্যায় এই বর্ধিত মূল্য ঘোষণা করে। সোমবার মধ্যরাত থেকেই নতুন দর কার্যকর হয়েছে। এ দিনের মূল্যবৃদ্ধির পর কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হল ৬৫.৯৫ টাকা। এক লিটার ডিজেলের দাম হল ৫১.৭০ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর এবং এ দেশে ডলারের দামের সঙ্গে টাকার দামের সাযুজ্য রেখে প্রতি মাসের ১ ও ১৫ তারিখ জ্বালানি তেলের দর পুনর্বিবেচনা করে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। কিন্তু এ বার ৩১ মার্চ আর্থিক বর্ষের সমাপ্তি ও তার পর শনি ও রবিবার পড়ে যাওয়ায় দফতরে হাজির ছিলেন না কর্তারা। ফলে সোমবার, ৪ এপ্রিল পুনর্বিবেচনা করা হয় মূল্য। তার পরই বাড়ানো হল পেট্রোল-ডিজেলের দর। এই মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রোলের দাম হল লিটারে ৬১.৮৭ টাকা ও ডিজেলের দাম লিটারে ৪৯.৩১ টাকা , মুম্বইতে লিটারপ্রতি পেট্রোল ৬৭.৯৮ টাকা ও ডিজেল ৫১.৭৩ টাকা এবং চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোল ৬১.৩২ টাকা ও ডিজেল ৫০.০৭ টাকা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।