খবর অনলাইন: দেশের জনসংখ্যার মাত্র এক শতাংশ আয়কর দেন। এই চোখ কপালে ওঠার মতো তথ্য সম্প্রতি প্রকাশ করেছে কেন্দ্র।
কিন্তু হঠাৎ এই তথ্য কেন্দ্র কেন প্রকাশ করল?
‘স্বচ্ছ অভিযানে’র অঙ্গ হিসাবে বিগত ১৫ বছরের আয়কর আদায়ের খতিয়ান প্রকাশ করেছে কেন্দ্র। ২০১২-১৩ সালের আয়কর জমার হিসাব থেকেই এই তথ্য উঠে এসেছে।
তথ্যে দেখা যাচ্ছে, ওই আর্থিক বছরে ২.৮৭ কোটি ব্যক্তি ট্যাক্সের রির্টান জমা দিয়েছেন, তার মধ্যে ১.৬২কোটি কোনও আয়কর জমা দেয়নি। বাকি ১.২৫ কোটি আয়কর জমা দিয়েছে। সে সময় দেশের জন সংখ্যা ছিল ১২৩ কোটি। ফলে সেই জনসংখ্যা নিরিখে দেখা যাচ্ছে মাত্র এক শতাংশ আয়কর জমা দিয়েছেন।
এই তথ্য থেকে আরও জানা যাচ্ছে, ২০১২-১৩ যারা আয়কর জমা দিয়েছেন তাদের বর্ষিক আয় ৫.৫লক্ষ থেকে ৯.৫ লক্ষ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।