‘প্যালেস অন হুইলস’-এর যাত্রা বাতিল

0

খবর অনলাইন : ৩৪ বছরে এই প্রথম। যাত্রী পেল না হেরিটেজ ট্রেনের রানি ‘প্যালেস অন হুইলস’। তাই আজ বুধবার এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ২০০৭ থেকে ২০০৯, বিশ্ব জুড়ে ব্যাপক অর্থনৈতিক মন্দার সময়েও এই ট্রেনের যাত্রা বাতিল হয়নি। ১৯৮২ সাল থেকে নিয়মিত টুরিস্ট নিয়ে চলেছে এই ট্রেন। মে থেকে আগস্ট, এই চার মাস ছাড়া বছরের বাদবাকি সময়ে প্রতি সপ্তাহে একটি করে ট্রিপ দেয়। এক সপ্তাহের ভ্রমণে যাত্রা শুরু দিল্লি থেকে। প্রাসাদ-গড়-মরুভূমি-জঙ্গলের রাজস্থান ঘুরে তাজমহল দেখিয়ে ফিরে আসে দিল্লি। ১০৪ জন আরোহীর যাবতীয় ব্যবস্থা থাকে এই ট্রেনে। অন্তত ২৫ জন যাত্রী হলে এই সাপ্তাহিক ট্রেনটি লাভের মুখ দেখায়। এর আগের যাত্রার দিন ছিল ২৩ মার্চ। হোলির ছুটিতেও কিন্তু মাত্র ৮ জন যাত্রী পেয়েছিল এই লাক্সারি ট্রেন। কিন্তু আজ বুধবারের যাত্রার জন্য একটাও বুকিং হয়নি। বিশ্বের ১০টি বিলাসবহুল ট্রেনের অন্যতম এই ‘প্যালেস অন হুইলস’। অভিযোগ, এর মান দিন দিন খারাপ হচ্ছে। ট্রেনের প্রতিটি সেলুনে এক জন করে ক্যাপ্টেন ও খিদমতগার থাকার কথা। কিন্তু এখন ১৫ থেকে ২০ শতাংশ কর্মী কম। তাই প্রতি সেলুনে এই ব্যবস্থা অনেক সময়েই করা যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই মার খাচ্ছে পরিষেবা। বিশ্বের ধনী পর্যটকদের কাছে ক্রমশই কি আকর্ষণ হারাচ্ছে ‘প্যালেস অন হুইলস’ ? কপালে ভাঁজ ভারতীয় রেল কর্তৃপক্ষের।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন