খবর অনলাইন: বম্বে হাইকোর্টে ধাক্কা খেল দেবেন্দ্র ফড়ণবীস সরকার। মহারাষ্ট্রে গোমাংস খাওয়া বা বিক্রি করার উপর সরকারের জারি করা নিষেধাজ্ঞা আজ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। তবে মহারাষ্ট্রে গোহত্যা আগের মতোই নিষিদ্ধ থাকছে। বিজেপি সে রাজ্যে সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস গোমাংস রাখা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে তৎপর হন।২০১৫ সালের মার্চে মহারাষ্ট্র পশু রক্ষা (সংশোধন) আইন নামে একটি আইন মহারাষ্ট্রে চালু হয়। সেই আইনের মাধ্যমেই সে রাজ্যে গোমাংস রাখা, বহন করা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বম্বে হাইকোর্ট শুক্রবার আইনের ওই অংশটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে। অন্য রাজ্য থেকে গোমাংস আনা, বহন করা, বিক্রি করা বা খাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বম্বে হাইকোর্ট।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।