মেডিক্যাল এন্ট্রান্স নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সে স্বাক্ষর রাষ্ট্রপতির

0

খবর অনলাইন: মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিয়ে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এ খবর জানা গিয়েছে। এর ফলে চলতি বছরে রাজ্যগুলি আলাদা ভাবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে। যদিও বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার জন্য বা এনআরআইদের অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাতেই বসতে হবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে ফলে রাজ্যগুলি পৃথক ভাবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নেবার ক্ষমতা হারায়। এর ফলে রাজ্যে প্রায় ৭৫ হাজার মেডিক্যাল পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থা দূর করে কেন্দ্র  একটি অর্ডিন্যান্স আনে, যাতে অন্তত চলতি বছরে ছাত্র-ছাত্রীরা পৃথক ভাবে রাজ্যের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসতে পারে।

সূত্র জানা যাচ্ছে, জুন মাসের শেষ বা জুলাইয়ে শুরুর দিকেই মেডিক্যাল জয়েন্ট নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন