খবর অনলাইন: উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন খারিজ করে দিল হাইকোর্ট। একই সঙ্গে কংগ্রেস সরকারকে ফিরিয়ে আনা হল। মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে আগামী ২৯ এপ্রিল আস্থাভোট নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশে বেশ অস্বস্তিতে পড়ে গেল নরেন্দ্র মোদী সরকার। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কেন্দ্র।
সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ বলে গত ২৭ মার্চ উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। প্রধান বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রের ওই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলে, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে যে আইন বেঁধে দিয়েছে, কেন্দ্রের এই পদক্ষেপ তার পরিপন্থী।
উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে হাইকোর্ট যে কড়া অবস্থান নিতে পারে তা গত কাল তাদের পর্যবেক্ষণেই বোঝা গিয়েছিল। কেন্দ্রের ঘোষণায় রাষ্ট্রপতি সই করেছেন, কেন্দ্রের এই আইনজীবীর যুক্তি শুনে হাইকোর্ট বলেছিল, “এমনকি রাষ্ট্রপতিও ভুল করতে পারেন। সব কিছুই বিচারযোগ্য।”
হাইকোর্টের নির্দেশে স্বাভাবিক ভাবেই রাওয়াত খুবই খুশি। বলেছেন, “সত্যের জয় হল।”
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।