খবর আনলাইন: এক ধাক্কায় আজ থেকে এক শতাংশ বাড়ছে পরিষেবা কর। তবে খুশির খবর রয়েছে। বাজেটে ঘোষণা অনুযায়ী বুধবার থেকেই কমছে অনেকগুলি জিনিসের দাম। এক নজরে দেখে নিন আজ থেকে কোন কোন জিনিসের দাম কমছে।
১) জুতো
২) স্যানিটারি প্যাড
৩) পেনশন প্ল্যান
৩) ফ্রিজের জিনিসপত্রের
৪) সোলার ল্যাম্প
৫) সেট টপ বক্স, সিসিটিভি, ডিজিট্যাল ভিডিও রেকর্ডার, ব্রডব্যান্ড, মোডেম
৬) হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল
৭) কমদামী বাড়ি। ৬০ বর্গকিলোমিটারের মধ্যে যে সমস্ত বাড়ি রয়েছে তার দাম
৮) লোক শিল্পী এবং তাঁর পারফরম্যান্স
৯) মাইক্রোয়েভ ওভেন
১১) ব্রেইল পেপার
১২) স্টেরিলাইসড ডায়ালাইজার
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।