মুম্বই: বিফলে গেল রোহিত শর্মার অর্ধশতরান। মুম্বইকে তিন রানে হারিয়ে দিল পুনে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ছ’উইকেটে ১৬০ করে পুনে। ৩১ বলে ৪৫ করে রাহুল ত্রিপাঠী। মাত্র ১৩ বলে ২২ করেন মনোজ তিওয়ারি। তবে এ দিন ব্যর্থ হন ধোনি। জবাবে ব্যাট করে ১৫৭-এর বেশি করতে পারেনি মুম্বই।
ব্যর্থ রোহিত শর্মার লড়াই, পুনের কাছে হার মুম্বইয়ের
0