খবর অনলাইন: আট জনের ফাঁসি, এক জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বাকি তিন দোষীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। সৌরভ চৌধুরী খুনের মামলায় এই সাজা শুনিয়েছেন বারাসত জেলা আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দামন প্রসাদ বিশ্বাস। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী যাদের ফাঁসির সাজা শোনানো হয়েছে তারা হল মূল অভিযুক্ত শ্যামল কর্মকার-সহ সুমন দাস, সুমন সরকার, অমল বারুই, সোমনাথ সরকার, রতন সমাদ্দার, তাপস বিশ্বাস এবং তারক দাস। রাকেশ বর্মণের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। আর পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ড হয়েছে পলি মাইতি, রতন দাস ও শিশির মুখোপাধ্যায়ের।
সৌরভ চৌধুরী হত্যা মামলায় গত ১৫ এপ্রিল ১২ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পরের দিন দোষীদের সাজা শোনানোর কথা থাকলেও পরে তা পিছিয়ে মঙ্গলবার করা হয়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।