লাতুরের জন্য মালগাড়িতে পানীয় জল

0

খবর অনলাইন : চার বছর ধরে খরায় জ্বলছে লাতুর। চাষ লাটে উঠেছে। পানীয় জল তো দূরস্থান, দৈনন্দিন প্রয়োজনের জলই মেলা ভার। কিন্তু জল তো জীবন। জল পান না করে মানুষ বাঁচবে কী করে ? তাই সিদ্ধান্ত হয়েছে, মালগাড়িতে যাবে পানীয় জল। এ ছাড়া আর তো কোনও উপায় নেই। চার বছর ধরে বৃষ্টি নেই, তাই লাতুরকে খরাপ্রবণ অঞ্চল বলে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। জলহীন লাতুরের জন্য বাইরে থেকে অন্তত পানীয় জলটুকুর জোগান দিতে রেলের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, আপাতত দু’টি মালগাড়ির রেক মোট ১০০টি জলের ট্যাংকার নিয়ে লাতুরে মজুত থাকবে। এর পর ৫০টি ট্যাংকার নিয়ে প্রথম মালগাড়িটি জল অন্তত যাবে ৮ এপ্রিল। পরের মালগাড়িটি বাকি ৫০টি ট্যাংকার নিয়ে ১৫ এপ্রিলের মধ্যে আবার জল আনার জন্য প্রস্তুত হয়ে যাবে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.