খবর অনলাইন: অবশেষে উদ্ধার করা সম্ভব হল পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ।বুধবার ভোরে প্রায় সাড়ে সাত হাজার মিটার উচ্চতায় তাঁর দেহ উদ্ধার করা হয়। খারাপ আবহাওয়ার কারণে ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে উড়িয়ে তাঁর দেহ নিয়ে কাঠমান্ডু পৌঁছতে শুক্রবার হয়ে যাবে। ধৌলাগিরি অভিযানে গিয়ে মৃত্যু হয় পর্বতারোহী রাজীব ভট্টচার্যের।
নিখোঁজ অন্য দুই অভিযাত্রী গৌতম ঘোষ ও পরেশ নাথের এখনও কোনও খবর মেলেনি। খারাপ আবহাওয়ার কারণে শেরপারা তাঁদের খোঁজে উপরে উঠতে পারছেন না। রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরের সচিব সৈয়দ আহমেদ জানিয়েছেন, কাঠমান্ডুতে চিকিৎসাধীন পর্বতারোহী সুনীতা হাজরার শারীরিক অবস্থা আপতত স্থিতীশীল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।