বীরাপ্পনকে নিয়ে রামগোপালের বায়োপিক মুক্তি পাচ্ছে ২৭ মে

0

খবর অনলাইন: যে ভাবে কন্নড় সুপারস্টার রাজকুমারকে অপহরণ করেছিল চন্দনদস্যু বীরাপ্পন, ঠিক সেই ভাবেই তামিল তথা ভারতীয় ফিল্মজগতের কিংবদন্তি  সুপারস্টার রজনীকান্তকেও অপহরণ করার ছক কষা হয়েছিল। অন্তত রামগোপাল বর্মার আসন্ন ছবি ‘বীরাপ্পন’ সেই কথাই বলছে। রামগোপালের নতুন ছবি ‘বীরাপ্পন’ তাঁর আগেকার সুপারহিট কন্নড় ছবি ‘কিলিং বীরাপ্পন’-এর রিমেক নয়। বায়োপিক ‘বীরাপ্পন’-এর ট্রেলার দেখানো হয়েছে গত ১৮ এপ্রিল, ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ মে।

চন্দনদস্যুকে ধরার জন্য তিন রাজ্য কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের তরফে দীর্ঘদিন ধরে যে ঐক্যবদ্ধ উদ্যোগ চলেছিল তার জুড়ি মেলা ভার। কী ভাবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত ‘অপারেশন ককুন’-এ গিয়ে চূড়ান্ত রূপ পেল, সেই সব ঘটনা এই বায়োপিকে বিস্তৃত ভাবে ধরেছেন পরিচালক রামগোপাল বর্মা। তিনি তাঁর ছবির মালমসলা সংগ্রহ করেছেন বীরাপ্পনের গ্যাঙের কয়েকজন প্রাক্তন ডাকাত, যাঁরা সরকার ও বীরাপ্পনের মধ্যে মধ্যস্থতা করতেন এমন কিছু মানুষ এবং যে সব অফিসার তাকে ধরার অভিযানে শামিল ছিলেন তাঁদের সঙ্গে কথা বলে। বীরাপ্পনেরই এক প্রাক্তন সহকর্মীর সঙ্গে কথা বলে রজনীকান্ত সংক্রান্ত ছকের পরিকল্পনাটি জানতে পারেন রামগোপাল। তিনি বলেন, যে সব তথ্য সংগ্রহ করেছি তা থেকে বুঝতে পারছি বীরাপ্পন ছিল এক অবিশ্বাস্য মানুষ। কিন্তু তার চেয়েও অবিশ্বাস্য ছিল তাকে হত্যা করার পেছনে যে নাটক সংঘটিত হয়েছিল সেটি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন