খবর অনলাইন: ট্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড যা-ই বলুক, শেষ পর্যন্ত পিছিয়ে এল ত্রিসুর পুরমের সংগঠকরা। এই উৎসবে এ বার আর হাতির মিছিল এবং আতসবাজির প্রদর্শনী হচ্ছে না। পরমেকাভভু ও তিরুভামবাড়ি দেবস্বম বোর্ড বুধবার রাতে এক সঙ্গে বসে ঠিক করেছে, পতিঙ্গাল মন্দিরের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আতসবাজির প্রদর্শনী ‘কুডামত্তম’ বন্ধ রাখবে। সুসজ্জিত হাতির মিছিলও এ বার হবে না। শুধু প্রতীক হিসাবে একটি হাতি উপস্থিত থাকবে।
দুই দেবস্বম বোর্ডকে নোটিশ পাঠিয়ে কেরলের মুখ্য বনপাল বলেছিলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং রাত্রি ৮টার পর হাতির মিছিল করানো চলবে না। ও দিকে জেলাশাসক ভি রথিসন বলেছিলেন, পুরোপুরি আইন মেনে আতসবাজির প্রদর্শনী করতে হবে। এই পরিস্থিতিতে হাতির মিছিল ও আতসবাজির প্রদর্শনী নিয়ে জোরাজুরি করার কোনও অর্থ হয় না বলে দুটিই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কথা জানান তিরুভামবাড়ি দেবস্বম বোর্ডের সম্পাদক অধ্যাপক মাধবন কুট্টি।
আগামী ১৭ এপ্রিল ত্রিসুর পুরম অনুষ্ঠিত হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।