কলকাতা: এ বার মেট্রো রেল কর্তাদের কাছে সুখবর। টিকিট বিক্রি থেকে আয় বেড়েছে মেট্রো রেলের। চলতি বছরের এপ্রিলে টিকিট বিক্রি করে আয় হয়েছে ১৫.১৭ কোটি টাকা, যা গত বছরের এই সময়ের তুলনায় ৮.৩৮ শতাংশ বেশি। গত বছরে এপ্রিল মাসে মেট্রোর আয় হয়েছিল ১৩.৯৯ কোটি টাকা। এই বৃদ্ধি মেট্রো রেলের ইতিহাসে রেকর্ড বলে মেট্রোকর্তারা। এপ্রিল মাসে রেকর্ড সংখ্যক যাত্রী বহন করেছে মেট্রো রেল। মেট্রো রেল কর্তৃপক্ষের হিসাব বলছে এপ্রিলে মেট্রো চড়েছে প্রায় ১ কোটি ৬৩ লক্ষ যাত্রী, যা গত বছরের এপ্রিলের তুলনায় প্রায় ১৫ লাখ বেশি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।