খবর অনলাইন: ১৯৪৭-এ দেশ ভাগ হওয়ার পরেই ঠাকুরদা-ঠাকুমা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। কিছু দিনের মধ্যেই বাবা-মা পাকিস্তান ছেড়ে পাড়ি দেন ব্রিটেনে। পেট চালাতে বাবা বেছে নেন বাসচালকের কাজ। আর মা হন দর্জি। বাস ছিল তিন কামরার ছোটখাটো সরকারি আবাসনে। অর্থকষ্ট ছিল নিত্যসঙ্গী। এই অবস্থাতেই জন্ম সাদিক খানের। সেই সাদিক লন্ডনের মেয়র হয়ে ইতিহাস গড়লেন। প্রথম এশীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র।
লেবার পার্টির প্রার্থী হিসাবে তিনি হারালেন কনজারভেটিভ দলের কোটিপতি প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে। সম্পর্কে যিনি ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমার ভাই।
চালে ভুল করেছিলেন জ্যাক। প্রচার করেছিলেন, সাদিক পাকিস্তানি, কট্টরপন্থী, তাই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে তাঁর। জবাব দিয়েছেন সাদিক। বলেছেন, তিনি সব সময়েই কট্টরবাদের বিরোধী। কোটিপতি জ্যাক কখনও টিউব রেলে চড়েননি। তাই টিউব রেল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেয়েছেন। আর সাদিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী চার বছর টিউবের ভাড়ায় কোনও পরিবর্তন করতে দেবেন না তিনি।
শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হল। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গেল ছবিটা। মেয়র হলেন সাদিক খান।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।