খবর অনলাইন: “তৃণমূল নেতাদের নজর ছিল শুধু টাকার দিকে। মিনিট খানেকের আলাপ। আমার পরিচয় জানতেই চাইলেন না। আমি কোনও গুপ্তচর সংস্থার লোক হতে পারি। অথবা আইএস জঙ্গি। কিন্তু টাকার জন্য বিকিয়ে যেতে ওঁরা এক মিনিটও সময় নেননি। কেউ অল্পে সন্তুষ্ট ছিলেন, কেউ যা পেয়েছেন তাতে খুশি হননি। কিন্তু টাকা পেয়ে সকলেই আশ্বাস দিয়েছেন, যা সাহায্য করার করবেন।” শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এ সব কথা স্পষ্ট জানালেন নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল। তিনি আশ্বাস দিয়েছেন, স্টিং কাণ্ডের সত্যতা প্রমাণের জন্য আদালত ও তদন্ত এজেন্সিকে তিনি সব রকম ভাবে সাহায্য করবেন। সাংবাদিকদের সঙ্গে ম্যাথুর বৈঠকের আয়োজন করেছিল ‘বেঙ্গল স্টাডি সার্কেল’। সংস্থার তরফে অমিতাভ দত্ত বলেন, স্টিং কাণ্ড নিয়ে আমাদের এখানে কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উলটে নানা কথা শোনা যাচ্ছে। প্রকৃত সত্য ম্যাথুর মুখ থেকে জানার জন্যই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।