খবর অনলাইন: বিশ্ব বাজারে তেলের দাম মুখ থুবড়ে পড়েছে। তাই আর্থিক ক্ষেত্রে তেলের উপর নির্ভরতা কমাতে চাইছে সৌদি আরব। সৌদি মন্ত্রিসভা ব্যাপক হারে আর্থিক রদবদলের প্রস্তাব অনুমোদন করেছে। সেই প্রস্তাবেই তেল-নির্ভরতা কমানোর কথা বলা হয়েছে।
সৌদি আরবের ৭০ শতাংশ আয় হয় জ্বালানি তেল থেকে। রাষ্ট্রায়ত্ত সংস্থা আরমকোর শেয়ার বিক্রি করে এই আর্থিক তহবিল গড়ে তোলা এই আর্থিক সংস্কারের অন্যতম প্রস্তাব বলে জানা গিয়েছে।
স্থানীয় এক টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে উপ–যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, ২০২০ সালের মধ্যেই দেশের তেলের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
নয়া এই আথির্ক সংস্কারের প্রস্তাবে বলা হয়েছে—
• আরামকোর ৫ শতাংশ শেয়ার বিক্রি করা হবে যার মূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার অর্থাৎ ২ লক্ষ ৫০ হাজার কোটি ডলার।
• এই বিক্রি থেকে যে তহবিল গড়া হবে যার পরিমাণ ২ ট্রিলিয়ন ডলার অর্থাৎ ২ লক্ষ কোটি ডলার।
• নতুন ভিসা প্রথা চালু করা হবে।
• যুদ্ধাস্ত্র ও খনি তৈরির কাজে বিনিয়োগ করে হবে।
• বিভিন্ন কাজে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।