দুর্ঘটনাগ্রস্ত সাহায্যে হয়রানি রুখতে নির্দেশ সুপ্রিম কোর্টের

0

খবর অনলাইন : রাস্তাঘাটে দুর্ঘটনাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত মানুষদের বিপদে যাঁরা ছুটে যান, তাঁদের যাতে হয়রানি না হয়, তা সুনিশ্চিত করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন তা অনুসরণ করার জন্য রাজ্যগুলিকে বলল ভি গোপাল গৌড় ও অরুণ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ। আরও মানুষ যাতে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য ছুটে যান, তার জন্য ওই গাইডলাইন নিয়ে ব্যাপক প্রচার করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে কোর্ট। অনেক সময়েই দেখা যায়, যাঁরা বিপদগ্রস্তদের সাহায্যের জন্য ছুটে যান, যাঁরা পুলিশকে দুর্ঘটনার খবর জানান, তাঁদের দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে হয়রানি করা হয়। এই হয়রানির ভয়ে অনেকে, ইচ্ছা থাকলেও, দুর্ঘটনায় সাহায্য করার জন্য ছুটে যান না। সুপ্রিম কোর্ট বলেছে, যাঁরা পুলিশের কাছে দুর্ঘটনার খবর দেবেন, তাঁদের নাম-ধাম প্রকাশ করতে বাধ্য করা যাবে না। সাক্ষীকে যাতে কোনও রকম হুমকি দেওয়া না হয় বা যাতে তাঁকে কোনও হয়রানি করা না হয়, তার জন্য তাঁকে প্রশ্ন করার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকতে হবে এবং তা ৩০ দিনের মধ্যে করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে কোর্ট বলেছে, তারা ইংরিজি ও স্থানীয় ভাষায় পরিষ্কার করে লিখে রাখবে যে, কেউ কোনও আহতকে নিয়ে হাসপাতালে এলে তাঁকে অযথা আটকে রাখা হবে না এবং আহতর চিকিৎসার জন্য সেই মানুষটির কাছ থেকে কোনও টাকা চাওয়া হবে না। কোর্ট পরিষ্কার বলেছে, “যে হাসপাতাল এই গাইডলাইন মানবে না, তার বিরুদ্ধে রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।”

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন