সেলফি তুলতে গিয়ে মাথায় গুলি, গুরতর জখম স্কুলপড়ুয়া

0

খবর অনলাইন: সেলফি তুলতে গিয়ে মারাত্মক ভাবে জখম ক্লাস টেনের ছাত্র রমনদীপ। মাথায় গুরুতর আঘাত নিয়ে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ঘটনাটি পাঠানকোটের।

রমনদীপের বাবা-মা পুলিশকে জানিয়েছেন, তাঁরা লাইসেন্সইড বন্দুকটি বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন। ইতিমধ্যে গুলিভরা বন্দুকটি মাথার কাছে ধরে সেলফি তুলতে যায় ওই কিশোর। আচমকা গুলি ছুটে গিয়ে মাথায় লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঠানকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লুধিয়ানার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার রাকেশ কুমার কৌশল জানান, যদিও রমনদীপের পরিবার এই ঘটনায় খুবই ব্যথিত, তবু পুলিশ গোটা ব্যাপারটা নিয়ে তদন্ত করবে।

সেলফির তোলার এই পাগলামি যে কী পর্যায়ে পৌঁছেছে, রমনদীপের এই ঘটনাই তার প্রমাণ। এ নিয়ে উদ্বিগ্ন সবাই –- সমাজবিজ্ঞানী থেকে অভিভাবক মহল। কিন্তু ‘সেলফি-রোগ’ সারানোর উপায় কী, সেটাই প্রশ্ন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন