কলকাতা: গত শনিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৬২। এই নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল শিক্ষকমহলে। বৃহস্পতিবার সেই বিভ্রান্তি দূর করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আপাতত মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শুধুমাত্র কলেজশিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য। স্কুলশিক্ষকদের অবসরের বয়সে এই মুহূর্তে কোনো পরিবর্তন আসছে না। শিক্ষামন্ত্রী আরও বলেছেন, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সরকার থেকেই স্কুলের ব্যাগ দেওয়া হবে। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা পাবে মোটা খাতা।
♦ এখনই বাড়ানো হচ্ছে না স্কুল শিক্ষকের অবসরের বয়স
1
They should be punished.