খবর অনলাইন: দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উত্তরবঙ্গে মোটামুটি শান্তিতেই ভোটপর্ব মিটেছে। কিন্তু বীরভূম উত্তপ্ত। নানা জায়গা থেকে অশান্তির খবর এসেছে। বোলপুর ও ইলামবাজারে বিরোধী প্রার্থীদের এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নানুর, দুবরাজপুরে বেশ কয়েকটি বুথে বিরোধীদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। প্রথম দফায় দু’দিন ধরে ভোটগ্রহণের পর আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটপর্ব সাঙ্গ হয়। মোট ৭টি জেলায় ৫৬টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে ৫টি, জলপাইগুড়িতে ৭টি, দার্জিলিঙে ৬টি, উত্তর দিনাজপুরে ৯টি, দক্ষিণ দিনাজপুরে ৬টি, মালদহে ১২টি, বীরভূমে ১১টি কেন্দ্রে। বহু রথী-মহারথীর ভাগ্যপরীক্ষা হয়েছে আজ। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হরকাবাহাদুর ছেত্রী, অশোক ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, লকেট চট্টোপাধ্যায়, সাবিত্রী মিত্র-সহ প্রমুখ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।