দিল্লি পুরসভা উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি

0

খবর অনলাইন: বৃহস্পতিবার বিজেপি-র জন্য কোনও সুখবর বয়ে আনবে কি না সেই অপেক্ষায় সময় গুনছেন দলের নেতারা। কিন্তু তার আগে দিল্লি পুরসভার উপনির্বাচন তাদের জন্য নিয়ে এল দুঃসংবাদ। রবিবার পুরসভার ১৩টি আসনে উপনির্বাচন হয়েছিল। মঙ্গলবার তার ফল বেরোয়। বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন। দিল্লি পুরসভায় কিন্তু গত এক দশক ধরে বিজেপি-রই প্রাধান্য। লোকসভা নির্বাচনের সময় ওঠা সেই মোদী হাওয়া যে উধাও তা আরও এক বার প্রমাণিত হল।

পুরসভায় প্রথম খাতা খুলল আম আদমি পার্টি। এদের সংগ্রহে ৫টি আসন। কংগ্রেস পেয়েছে ৪টি এবং ১টি আসন গিয়েছে নির্দলের হাতে।

যে ১৩টি আসনে উপনির্বাচন হল, তার মধ্যে ৭টি ছিল বিজেপির দখলে আর ৬টি নির্দলদের। বিজেপি নেতা বিজয় গোয়েল সাংবাদিকদের বলেছেন, তাঁরা এই ফলাফলকে গুরুত্ব দিচ্ছেন না। মুখে গুরুত্ব না-দেওয়ার কথা বললেও, ভেতরে ভেতরে দল যে চিন্তিত, তা দলের অন্দরমহলে কান পাতলেই বোঝা যায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন