সোশ্যাল মিডিয়ার দৌলতে ২০ মিনিটে ফিরে এল হারানো শিশু

0

খবর অনলাইন: চার বছরের অভানি জৈন হারিয়ে গিয়েছিল নাগপুর রেলস্টেশনে। ২০ মিনিটের মধ্যে সে তার অভিভাবকদের খুঁজে পেল। সৌজন্যে রেলমন্ত্রী সুরেশ প্রভু এবং সোশ্যাল মিডিয়া।

নাগপুর স্টেশনে শিশুকন্যা অভানিকে ফেলে এগিয়ে যায় তার মা ও কাকা। তার পর ভিড়ের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ইতিমধ্যে অভানিকে দেখতে পান এক মহিলা রেলপুলিশ কর্মী। রেলপুলিশ কর্মীর সঙ্গে শিশু অভানি, এই ছবি তাঁর ফেসবুকে পোস্ট করেন রেলমন্ত্রী। সঙ্গে সঙ্গে সেই ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুকে শেয়ার করতে শুরু করেন বহু মানুষ। কয়েক মিনিটের মধ্যে প্রায় ২০০ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছবিটি শেয়ার করে। মিনিট কুড়ির মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবি পৌঁছে যায় ‘আমচি নাগপুর’ নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের কাছেও। অভানির আত্মীয়রা জানতে পারেন তাদের শিশু নাগপুর স্টেশনে রেলপুলিশের জিম্মায় আছে। রেল পুলিশ অভানির মা সুনয়না জৈনের হাতে তাঁর শিশুকন্যাকে তুলে দেন।

রেলমন্ত্রীর ফেসবুক পেজে অভানির কাকা শঙ্কি জৈন মন্তব্য করেছেন, “আপনার সমর্থন ও আপনার টিমের উদ্যোগের জন্য ধন্যবাদ। অভানি আমার ভাইঝি। সে বাড়ি ফিরে এসেছে, এখন তার মা ও পরিবারের কাছে।”

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন