সৌরভ চৌধুরী হত্যা মামলায় সাজা ঘোষণা পিছিয়ে দিল বারাসত আদালত

0

খবর অনলাইন: প্রতিবাদী ছাত্র সৌরভ চৌধুরী হত্যা মামলায় সাজা ঘোষণা পিছিয়ে দিল বারাসত জেলা আদালত। আগামী ১৯ এপ্রিল সাজা ঘোষণা করবে আদালত।  শুক্রবার এই মামলায় ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শনিবার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু আজ আদালতে শুনানিপর্ব শুরু হওয়ার পর থেকেই বাদানুবাদে জড়িয়ে পড়েন সরকার ও অভিযুক্তপক্ষের আইনজীবীরা।

সরকার পক্ষের আইনজীবীর দাবি, এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে দেখা উচিত। এই যুক্তিতেই অভিযুক্তদের সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি। এ নিয়ে আরও ভাবনাচিন্তা করার জন্য অতিরিক্তি জেলা দায়রা বিচারক দামনপ্রসাদ বিশ্বাস সাজা ঘোষণার দিন পিছিয়ে দেন। আগামী মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা হবে।

বিরাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ পাড়ায় বেআইনি মদ ও সাট্টার ঠেকের প্রতিবাদ করায় ঘরের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা। তাঁর ক্ষতবিক্ষত দেহ ফেলে রেখে যায় রেললাইনের ধারে। এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা রাজ্য।

 

 

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন