যৌথ আন্দোলনের পথে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা

0

খবর অনলাইন : রাজ্যের সরকারি কর্মচারীদের দাবিদাওয়া আদায়ের আন্দোলনে সমস্ত সরকারি কর্মী সংগঠনকে পাশে পেতে চায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়)। কেন্দ্রের তরফে তার কর্মচারীদের ৬ শতাংশ ডিএ দেওয়ার পরে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বকেয়া ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এ ব্যাপারে ইউনিয়নের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও তাদের কোনও হেলদোল নেই দেখে এ বার যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী। তাঁর মন্তব্য, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই আর্থিক ভাবে সব থেকে বেশি বঞ্চনার শিকার। ভারতের বিভিন্ন রাজ্যে যেমন কেরল, বিহার, ওড়িশা-সহ সব রাজ্যে, এমনকী যেখানে সরকারের ঘাড়ে ঋণের বোঝা রয়েছে সেখানেও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যথাযথ দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়োগ, বদলি, মৃত কর্মচারীর পদে নিয়োগ-সহ আরও কিছু বিষয়ে সরকারের খামখেয়ালিপনার শিকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাই এ বার যৌথ আন্দোলনের ডাক। তার মহড়াও হয়ে গেল অতি সম্প্রতি। রানি রাসমণি রোড থেকে হাজরা পর্যন্ত মহামিছিল করলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবিত ইউনিয়ন ছাড়া সরকারি কর্মীদের বাদবাকি সমস্ত সংগঠন।
ছবি : স্মিতা দাস

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন