তনু হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট

0

খবর অনলাইন: কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়-সহ দেশের সবশিক্ষা প্রতিষ্ঠানে রবিবার ধর্মঘটের ডাক দেওয়া হয়। বাম ছাত্র সংগঠনগুলির ডাকা এই ধর্মঘট কার্যত সর্বাত্মক।
বাংলাদেশে আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা-সহ অন্যান্য পরীক্ষাকেও ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে।
ছাত্র ধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস হচ্ছে না বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভমিছিলও হয়েছে। ধর্মঘটী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই আন্দোলন চালিয়ে যাবে, না হলে বিচার আড়ালে চলে যাবে। বিচারের দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে লাঠি-মিছিল করে ‘প্রীতিলতা ব্রিগেড’।
গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী তনু খুন হন।


dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন