খবর অনলাইন: মাঝে শুধু ২৪ ঘণ্টার বিরতি। আবার রাষ্ট্রপতি শাসন উত্তরাখণ্ডে।
হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া অবধি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। গত কালই উত্তরাখণ্ড হাইকোর্ট সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি শিবকীর্তি সিংহের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, শীর্ষ আদালতের কাছে হাইকোর্টের রায়ের কপি না থাকায় পরবর্তী শুনানি না হওয়া অবধি উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। আগামী ২৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ২৬ এপ্রিলের মধ্যে আদালতের কাছে রায়ের কপি জমা দিতে হবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।