খবর অনলাইন: সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে উত্তাল বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার শাহবাগ-সহ দেশের ১৯টি জেলার ২৮টি জায়গায় শিক্ষার্থী এবং বুদ্ধজীবী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনুর মৃতদেহ উদ্ধার হয়।
কুমিল্লা পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, তনুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তনুর মৃতদেহ ফের ময়নাতদন্তের জন্য বুধবার কবর থেকে তোলা হবে।
এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী ৩ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।