খবর অনলাইন : নববর্ষকে বরণ করতে মাঝরাত থেকে শুরু হয়েছিল আতসবাজির খেলা। আর সেই খেলা দেখতে মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। ভোরের দিকে খেলা যখন প্রায় শেষের মুখে তখনই বাজির ফুলকি গিয়ে পড়ে পাশের একটা বাড়িতে। সেখানে রাখা ছিল শক্তিশালী বাজি। আগুন লেগে যায় তাতে। সেখান থেকে মারাত্মক বিস্ফোরণ। তাতে প্রাণ হারালেন অন্তত ১০২ জন, জখম ৩৫০-এরও বেশি।
এই দুর্ঘটনা ঘটেছে রবিবার ভোরে কেরলের এক মন্দিরে। পুটিঙ্গাল দেবী মন্দিরটি কোল্লম জেলার পারাভুরে, রাজধানী তিরুঅনন্তপুরম থেকে ৭০ কিলোমিটার। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা করা হয়েছে। কারণ কোল্লমের হাসপাতাল ভরে গিয়েছে। তাই আহতদের অনেককেই তিরুঅনন্তপুরমে নিয়ে যেতে হচ্ছে। কী ভাবে আগুন লাগল সে ব্যাপারে সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা বাজির আগুন থেকে বিস্ফোরণের কথাই বলছেন। বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে, মন্দিরেরও খানিকটা অংশ ভেঙে গিয়েছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য বুলডোজার কাজে লাগানো হয়েছে। নির্বাচনী প্রচারকাজ স্থগিত রেখে মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। অগ্নিদগ্ধদের চিকিৎসায় বিশেষজ্ঞদের নিয়ে প্রধানমন্ত্রী কেরল যাচ্ছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।