খবর অনলাইন: মঙ্গলবার ১০ মে উত্তরাখণ্ডে বিধানসভায় শক্তিপরীক্ষা। তবে ৯ জন বিদ্রোহী কংগ্রেসি বিধায়কের বিধায়কপদ খারিজ হওয়ার মামলাটি যে হেতু উত্তরাখণ্ড হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সে হেতু তাঁদের শক্তিপরীক্ষায় অংশগ্রহণে অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। আজ শনিবার হাইকোর্টে ৯ বিধায়কের মামলাটি ওঠার কথা। এঁদের মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণাও রয়েছেন।
বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি শিবকীর্তি সিংহকে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার সকালে দু’ ঘণ্টার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ রাখা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। সকাল ১১টায় বিধানসভার বিশেষ অধিবেশন বসবে এবং ১টা পর্যন্ত তা চলবে। শক্তিপরীক্ষা ছাড়া অন্য কোনও কাজ হবে না বিধানসভায়। “আলোচনার একমাত্র বিষয় হরিশ রাওয়াতের আনা আস্থা প্রস্তাব। আশা করা যায় বিধানসভার অধিবেশন শান্তিপূর্ণ হবে, কোনও ঝামেলা হবে না। পুরো কার্যক্রম ভিডিও করা হবে” – জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।