খবর অনলাইন : গুরগাঁও-এর নাম বদলে গুরুগ্রাম রাখার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। এই ঘোষণা করে সরকারি মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন ফোরামে আলোচনা-চর্চার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু, কেন গুরুগ্রাম ?
সরকারের ওই মুখপাত্রের বক্তব্য, ভগবত গীতা অনুযায়ী হরিয়ানার গুরগাঁও ছিল শিক্ষার অন্যতম কেন্দ্র। দ্রোণাচার্য, পাণ্ডব এবং কৌরবকে এখানেই অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। ‘গুরুদক্ষিণা’ হিসাবে পাণ্ডবরা এই গ্রামটি দ্রোণাচার্যকে দান করেছিলেন। পরবর্তীকালে এই গ্রামের নাম হয় গুরুগ্রাম। উচ্চারণের অপভ্রংশের কারণে এই অঞ্চলের নাম হয়ে যায় গুরগাঁও।
হরিয়ানা সরকার নাম বদলের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে। কেন্দ্র ছাড়পত্র দিলেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নাম বদলে যাবে গুরগাঁও-এর।
সরকারের এই নাম বদলের উদ্যোগের সমালোচনা করেছে আম আদমি পার্টির হরিয়ানা শাখা। তাদের বক্তব্য, জল, বিদ্যুৎ, বেকারি সমস্যা নিয়ে মাথা না ঘামিয়ে নাম বদল নিয়ে বেশি উদ্যোগী হরিয়ানা সরকার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।