এ বার বৌদ্ধ ভিক্ষু খুন বাংলাদেশে

0

খবর অনলাইন: হত্যার তালিকা বেড়েই চলেছে। ধর্মীয় অসহিষ্ণুতা জেরে আবার খুন বাংলাদেশে। এ বার প্রাণ দিলেন এক বৌদ্ধ ভিক্ষু।

ঘটনাস্থল পার্বত্য চট্টগ্রামের বান্দরবন এলাকার। পুলিশ জানিয়েছে, শনিবার এখানকার বৈশারি মঠ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ বছরের এক বৌদ্ধ ভিক্ষুর দেহ। নাম মাউং শই উ। শুক্রবার মাঝরাতে তাঁকে কুপিয়ে, গলা কেটে খুন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধ ভিক্ষু গ্রাম থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় একটি বৌদ্ধ মঠে একাই থাকতেন। শনিবার ভোরে খাবার দিতে গিয়ে এক গ্রামবাসী তাঁর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান।

এই হত্যার দায় এখনও কেউ নেয়নি। যদিও আগের খুনগুলির বেশির ভাগ ক্ষেত্রেই দায় স্বীকার করেছে আইএস এবং আল কায়দা। তবে বাংলাদেশে এই জঙ্গি সংগঠনগুলির অস্তিত্ব মানতে রাজি নয় সে দেশের সরকার। বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, পারিবারিক হিংসার জেরেই এই হত্যাকাণ্ড।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন