অসম: অসমের হোজাই-এ দ্রুতগতিতে আসা ট্রেনের চাকায় কাটা পড়ল তিনটি হাতি। সোমবার সকালে বিবেক এক্সপ্রেসের সামনে এসে পড়ে হাতির এই দলটি। লাইনের এক দিক থেকে অন্য দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের খবর, হাতির একটি দল যোগীজান এলাকার লোকালয়ে ঢুকে পড়ে। এর পর লাইনের অন্য দিকে যাওয়ার সময় একটি ট্রেন চলে আসে। তার ফলেই দ্রুতগতিতে আসা ওই ট্রেনের ধাক্কায় কাটা পড়ে হাতিগুলি।
বাসিন্দারা জানান, বনাঞ্চল ছোটো হয়ে আসার কারণেই হাতিরা ক্রমশ লোকালয়ে থাকতে বাধ্য হয়ে পড়ছে। যার ফলে এ জাতীয় দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।